By - Youmna bushra tisha

আমার বিয়ে হয়েছে ৮ বছর হলো। পারিবারিকভাবে বিয়ে হলেও আমাদের মধ্যে ভালোবাসার কোনো অভাব নেই। শুরুতে যেমন ছিলো আজ ৮ বছর পরেও ঠিক তেমনই। বিয়ের আগে থেকে আমার সবসময় ইচ্ছা ছিলো আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক হবে ঠিক বন্ধুর মতো। আমার আশার থেকেও তার সাথে আমার সম্পর্ক খুবই ভালো। এখন আমার একটাই লক্ষ্য তাকে নিয়ে, আমরা খুব ঘুরবো।দেশে বিদেশে সব জায়গায়। আমি স্বপ্ন দেখি একসময় আমাদের অনেক টাকা হবে আর আমরা অন্তত দু-মাসে একটা ট্যুর দেবো। সেটা দেশে হোক কিংবা বিদেশে। আর আমার খুব ইচ্ছা আমি আমার ভালোবাসার মানুষটার সাথে অন্তত প্যারিস আর সুইজারল্যান্ডে যাবো। আর অবশ্যই আমাদের সাথে আমাদের ভালোবাসার সন্তান থাকবে। যাদের ছাড়া আমরা অপূর্ণ। এটাই আমার ভালোবাসার ভিশন। আমি আমার হাজবেন্ড আর সন্তানকে ভীষণ ভালোবাসি।