আমার ডাক নাম সোহাগ। পাঁচ ভাই বোনের মধ্যে আমি দ্বিতীয়। আমার বাবা-মা দুজনেই নিরক্ষর। আমাদের কোন জমি ছিল না কারণ নদীতে সব ভেঙ্গে গেছে। আমাদের সংসার চলতো বাবা মায়ের পরের বাড়ীতে কাজ করে। আমরা গমের রুটি খেতাম শুধু পানি দিয়ে। ছোট বেলা থেকেই দেখছি বাবা-মা কঠোর পরিশ্রম করছেন। কিন্তু বাবা-মা নিরক্ষর হলেও তিনারা এটা বুঝতেন ছেলে মেয়েকে লেখাপড়া করাতে হবে। কিন্তু অন্যদের মত বাবার সাথে কাজ করার জন্য না রেখে, আমাদেরকে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছিল লেখাপড়া করার জন্য। আজ আমরা চার ভাই শিক্ষিত। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করি, বাবা-মায়ের যেন সঠিক সেবা করতে পারি।