"ভালোবাসার ভিশন" আমার দুষ্টু মিষ্টি অদ্ভুত প্রেমের গল্প। আমারা বিসিএস প্রস্তুতির জন্য স্বনামধন্য প্রতিষ্ঠান এ কোচিং করি, ও সব সময় আমাকে বড় আপু বলে ডাকতো, আমি ও ছোট ভাই হিসাবে কথা বলি, হঠাৎ করে আমার এক বান্ধবীর কাছ থেকে চালাকি করে ফোন নম্বর নেয়, ২/৩ দিন হাই ,হ্যালো কথা বলে। হঠাৎ করে আগষ্ট মাসে মেসেঞ্জার এ নক দিয়ে বলে অনেক গুলো কল দিয়েছি ধরনি কেনো, মজার বিষয় ও আমার নামে অন্য এক বান্ধবীকে কল দিয়েছে। পরে বুঝতে পেরে খুব লজ্জা পাই, হঠাৎ করে বলে ফেলে বিসমিল্লাহ বলে I love you বলো, তা নাহলে সোনার বাংলার ২য় লাইন বলো আমি দুষ্টুমি করে বার বার পুরো জাতীয় সংগীত বলতে ছিলাম, এই ভাবে দুষ্টুমি করতে করতে হঠাৎ করে ২০২২ সালের ১১ জানুয়ারি ওর সাথে লং টাইম কথা বলতে গিয়ে আমি আমার ভালোবাসার কথা জানাই, এর পর থেকে শুরু হয় আমাদের ভালোবাসার পথ চলা। দুষ্টুমি,রাগ অভিমান নিয়ে চলছে আমাদের ভালোবাসা। প্রতিদিন প্রতিটা মূহুর্ত ওর কথা, চিন্তায় কাটে। আমি সব সময় ওরে রাগাতে পছন্দ করি আর ও ওর ভালোবাসা প্রকাশ করার জন্য মরিয়া হয়ে থাকে। এই জন্য আমি আমার থেকে ও বেশি ওরে ভালোবাসি। দোয়া করবেন সবাই আমাদের জন্য।