মাত্র ১৮ বছর বয়সে ১ম জমজ বাচ্চার মা হয়। মাঝে মধ্যে একটা কথা সব সময় মনে হতো আমি পারবো তো বাচ্চা গুলোকে পৃথিবীতে আনতে।কারণ আমি যে বেশিভাগ সময়ই অসুস্থ থাকতাম। সেই সময় শাশুড়ী আর বর মিলে খুব কেয়ার করেছে।এত যত্নের থেকে ও দুর্ঘটনা ঘটে ৭ মাসে।তখন আমি তাদের মুখে দেখতে পাই আমাকে হারানোর ভয়, বরতো ডক্টরকে বলেই দিয়েছিল যদি বেবি বা আমার মধ্যে বেচে নিতে হয় তাহলে যেন আমায় বাঁচায়।ঈশ্বরের কৃপায় ১ ছেলে ও ১মেয়ের মা হয়,মা হওয়া বেবিদের কুলে আদর করা টাই বেস্ট ছিল আমার কাছে।