By - Fahima Akter

ভালোবাসার ভিশন,,বৃষ্টি তে ভিজে ভিজে দুজন এক সাথে হাঁটার দিন গুলো খুব মনে পড়ে।তখনকার সময় গুলো খুব সুন্দর ছিলো। তোমাকে নিয়ে অনেক সপ্ন দেখি কোনো এক দিন তোমাকে নিয়ে প্যারিস যাবো আর দুজন এক সাথে বৃষ্টি তে ভিজে হাঁটবো।জানি দুজনের সপ্ন এক দিন পুরন হবে, জানি তখন দুজনের পথ চলা আরো সুন্দর হবে।দুজন মিলে সপ্নে দেশে হারিয়ে যাবো।তোমার কি মনে পড়ে সেই বৃষ্টি ভেজা সেই দিন গুলোর কথা।