প্রত্যেক মানুষের অনেক রকম ইচ্ছা থাকে।আমার ইচ্ছে আমি আমার বাবা মা কে সাথে নিয়ে হজ্ব করতে যাবো।আমার জন্য ছোট বেলা থেকে আমার বাবা মা অনেক কষ্ট করেছে তার বিনিময়ে আমি কিছুই করতে পারিনি।যদি কোনদিন আল্লাহ আমাকে সুযোগ দেয় আমি আমার বাবা মায়ের এই ইচ্ছাটা পূরণ করতে চাই।আর সবসময় চাই আমার বাবা মা অনেক সুখে থাকুক।অভাবের বেড়াজালাএ জীবনে কষ্টের ছায়া একদিন ইনশাআল্লাহ কেটে যাবে❤️