By - Refat Alam Ratul

✅ ভিশন: হানিমুনে যাওয়া দিন শেষে ভালবাসার মানুষের পাশে থাকতে পারাটা কত টা যে আনন্দের তা ভাষায় প্রকাশ করা যায় না। সবাই হয়তো তার ভালবাসার মানুষ টা কে কাছে পায় না। আমার বর্তমান যিনি ওয়াইফ তিনি প্রথমে আমার একজন ভাল বন্ধু ছিলো। শুরু টা সেই ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ।তারপর আস্তে আস্তে ভাললাগা শুরু। সেই ভাললাগা এক সময় ভালবাসায় রূপ নেয় । দেখতে দেখতে ২ মাস কেটে যায়।। তারপর ২৭ নভেম্বর ২০১৪ সালে প্রপোজ করি।। সে সহজে প্রস্তাবে রাজি হয় না।। কিছুদিন সময় নেয়। তারপর রাজী হয়ে যায়।। এইভাবে.......... সেই সম্পর্ক টা সাত বছর হয়ে যায়। পড়াশুনা শেষ করেই। পরিবারের সবার সম্মতিতে শুভ কাজ টা ১৭ সেপ্টেম্বর ২০২১সালে ছেড়ে ফেলা হয় ।। এখনো আমাদের অনেক পথ চলা বাকি। আর কাজের ব্যাস্ততার জন্য তাকে সময় ঠিক মত দিতেও পারি না।। সে জন্য তার আফসোস হয়। এইমাত্র আমার একমাত্র ভিশন স্ত্রীকে নিয়ে কক্সবাজার হানিমুনে যাওয়া। এখনো হানিমুনে যেতে পারিনি।