ভালোবাসার মানুষটিকে সারা জীবন ভালোবেসে আগলে রাখা টাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার জীবনের সেই প্রিয় মানুষটি আমার স্বামী..! যিনি কিনা আমার মত রান্না করতে ভালোবাসেন। আমি চাই তাকে ভিশনের একটা ওভেন কিনে দিতে; যেন সে সকল ধরনের রান্না করে সবাইকে খাওয়াতে পারে!! দুজনে ঘুরতে ভালোবাসি... মন চায়; পাহাড়ি ঝর্ণার নিচে কোন এক শান্ত গ্রামে দুজনে একান্ত নির্জনে কিছুটা সময় কাটাতে যদি পারতাম!!!