By - Ashraf Ul Islam

❤️ ভালবাসার ভিশন ♥️ ভালোবাসার গল্পটা প্রত্যেকের আলাদা।আলাদা।ভালোবাসার মানুষটিকে নিয়ে আমাদের কতশত আশা।এরই নাম হচ্ছে ভালোবাসা। পাশাপাশি বাড়ির ছাদ থেকে প্রায় তাকে দেখতাম।তাকে দেখার পর থেকেই হৃদয়ে ভালোবাসার সুর বেজে উঠে।এরপর চিরকুটে লিখে প্রথম থাকে ভালোবাসার কথা জানানো। সেই মূহুর্ত আজীবন আমাদের স্মৃতি হয়ে থাকবে।তাকে পাওয়া আমার সহজ ছিলো না ।অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে,অনেক ঝর -ঝাপটা পেরিয়ে আমরা বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হই।তার হাতে হাত রেখে সেদিন কথা দিয়েছি জীবনের যেকোনোভাবে আমি তাকে সুখী রাখবো।এবং এটিই হচ্ছে আমার জীবনের প্রথম ও প্রধান ভিশন। আমি আমার সামর্থ্য অনুযায়ী তার সকল ইচ্ছা পূরণ করার চেষ্টা করবো। জানি না কতটুকু সুখে রাখতে পারছি তাকে।তবে সংসার জীবনের এত সময় পার করেছি আমরা প্রতি তার কোনো অভিযোগ করতে দেখি নি। আমাদের সংসার শুরু একেবারে শূন্য থেকে।আমি ঢাকায় জব করতাম তাই বিয়ের পর আমার স্ত্রী প্রায় বেশ কিছুদিন আমাদের বাড়িতে ছিলো।এরপর আমি তাকে ঢাকায় আমার কাছে আনার সিদ্ধান্ত নি। । এরপর থেকেই আমাদের শুরু হয় নতুন সংসারের নতুন ঘর গোছানোর টোনা টুনির লাল নীল সংসারের গল্প। আমি ঢাকায় ব্যাচলর থাকতাম তাই আমার নিজের একটা ট্রাংক ও ২০ ইঞ্চি টিভি ছাড়া আর কিছুই ছিল না।সে গুলি নিয়েই এরপর একটি নতুন ফ্যামিলি বাসা ভাড়া নি ঢাকার টঙ্গী তে ।আমার ইচ্ছা ছিলো বাসায় উঠলে আমাকে নিয়ে তার পছন্দমত সব কিনে নিবো।তাই আর কিছুই কিনি নি।তখন ছিলো শীতকাল।রাতে রওনা দিয়ে খুব ভোরে আমার নতুন ঘরে পোছাই।এরপর ধাপে ধাপে সংসারের খুব দরকারি জিনিস যে গুলি না কিনলেই নয় ওই গুলি আগে কিনতে থাকি।একসাথে কিনে তারপর দুইজন মিলে গোছানো আমাদের সম্পর্ক আরো বেশি মধুর করে তুলে। এখন আমাদের একটি ছোট পুত্র সন্তান আছে। প্রথম একটা বছর কষ্টে কেটেছে।তারপরও আমি আমার স্ত্রীর মুখে কখনো কষ্টের ছাপ দেখি নি। এখন বাসার টিভি টি অনেক ছোট হওয়াতে আমার স্ত্রীর দেখতে কষ্ট হয়,ওর বড় টিভির শখ ।কিন্তু মুখ ফুটে কিছু বলে না । তাই আমার এখন ভিশন হচ্ছে ওকে খুশি করতে একটি স্মার্ট টিভি উপহার দেয়া।কিন্তু অনেক সময় স্বাদ থাকলে ও আমাদের সাধ্য থাকে না।তাই যেদিনই সাধ্য হবে ইনশাআল্লাহ কিনে দিবো । মোটকথা তাকে আমার সর্বস্ব দিয়ে খুশি রাখতে চাই।তার না বলা কথা গুলি আমি বুজি।ওর এই না চাওয়ার গুণটির কারণে আমার তাকে আরো বেশি দিতে ইচ্ছে করে। দীর্ঘ অপেক্ষা করার পর টাকা জমিয়ে যখন একটা আসবাবপত্র কিনে তাকে উপহার দেওয়ার পর তার চেহারায় যে পরিমাণ খুশি দেখতে পাই তখন আমার নিজের অন্তর খুব প্রশান্তিতে ভরে যায়।তার এই উচ্ছাসটুকু দেখতে আমার ভীষন ভালো লাগে।ইনশাআল্লাহ একটা সময় সব পুরোপুরি গুছিয়ে নিবো বাকি জীবনটা।এখন দেওয়ালের প্রতিটি কোনায় কোনায় আমাদের ভালোবাসা দিয়ে সাজানোর স্পর্শ অনুভব করি। এইতো এই নিয়েই আমার ছোট্ট ভালোবাসার সংসার,ভালোবাসার ভিশন। আসলে ভালোবাসার মানুষকে খুশি রাখতে করা প্রত্যেকটা কাজই হচ্ছে এক একটা ভিশন।ভিশন ভালোবাসি প্রিয় মানুষটাকে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।