By - SUMON MONDAL

আমাদের ভালোবাসার সম্পর্ক টা অন্য দের মত হয়তো নয়। আমি এবং আমার প্রিয় মানুষ কেউ বিয়ের আগে কখনো কোনো রিলেশনশীপে যাই নি । আমাদের বিয়ে টা হয় আমাদের পারিবারিক ভাবে। আমাদের প্রেমের শুরুটা তাই হয় বিয়ের পরে থেকেই । এ যেনো এক বৈধ ভালোবাসার বন্ধন । এখন তো একটা মুহর্ত আমরা কেউ কারো ছেড়ে থাকতে পারি না। আমরা যেমন একে অন্য কে প্রচণ্ড ভালোবাসি তেমনি ভাবে আমাদের ভালোবাসার ভিশন পূরণ করতেও আমরা বদ্ধ পরিকর। যে কোনো কিছুর বিনিময়ে আমাদের ভিশন আমরা পূরণ করবোই। বিয়ের প্রথম দিনেই আমরা আমাদের ভিশন স্থির করি । আমার প্রিয় মানুষ টা বিয়ের প্রথম দিনে আমার কাছে তার একটি ইচ্ছার কথা বলেছিলো সে নিজে একটি বৃদ্ধাআশ্রমের মালিক হতে চায় । যেখানে বৃদ্ধ বাবা/মা সমতুল্য কাউকে থাকতে কোনো টাকা লাগবে না । আসলে আমার প্রিয় মানুষটা অনেক কষ্ট করে বড় হয়েছে ছোট বেলায় হারিয়েছে তার বাবা মাকে এই জন্য হয়তো সে চায় অনেক বাবা মা কে কাছে পেতে । আমাদের ভালোবাসার একটাই ভিশন অনেক বাবা/ মা কে নিজেদের কাছে রেখে সেবা যত্ন করা। এমন একটি বৃদ্ধা আশ্রম করতে চাই যেটা হবে আমাদের স্বর্গ । আমরা আমাদের ভিশন পূরণ করার জন্য কাজ করে যাচ্ছি। ২ জন মিলিত ভাবে সঞ্চয় করছি একদিন আমাদের সঞ্চয় অনেক বড় হবে আমরা পূরণ করবো আমাদের ভিশন। আমাদের জন্য দোয়া করবেন।