ভালোবাসার ভিশন "সারাদিনের ক্লান্ত শ্রান্ত শরীরে যখন আমি অফিস থেকে বাসায় আসি তখন তোমার মুখের হাসি আমার সারাদিনের পরিশ্রম সার্থক হয়ে উঠে আর যখন আমি আমার পকেটে জমানো খুচরা পয়সা গুলো তোমার হাতে দেই আর তুমি পরম যত্নে পয়সাগুলো তোমার শাড়ির আঁচলে বেঁধে রাখ মুহুর্তগুলো আমার কাছে অসাধারণ লাগে তবে আমার স্বপ্ন তোমার এই শাড়ির আঁচলে একদিন ঝুলবে আমাদের নিজ বাড়ীর চাবির গোছা ইনশাআল্লাহ"