By - Tanzina Afrin Nira

Valobashar Vision "আজ থেকে 17 বছর আগে যখন আমাদের সম্পর্ক শুরু হয় আমরা রিক্সায় করে ঘুরতে বের হতাম আর bike করে কাপেল যাচ্ছে দেখলে তখন আমাদের মনে হতো আমাদের যদি একটা bike থাকতো..আমি তোমার স্বপ্নপূরণের জন্য টিউশন শুরু করি এবং নিজের জমানো টাকা দিয়ে তোমাকে আমি একটা বাইক কিনে দেই..আর এখন চারজন ফ্যামিলি মেম্বার বাইকে জায়গা হয়না তখন আবার মনে হয় ইস!! যদি আমাদের একটা গাড়ি থাকতো??তবে চিন্তা করো না সেই দিন বেশি দূরে নয় যেদিন আমি চাকরি করে জমানো টাকা দিয়ে তোমাকে একটা গাড়ি উপহার দিব"