"আমাদের পরিবারে আমরা তিন ভাই বোন..আমার মা বাবার ইচ্ছা ছিল আমাকে ভবিষ্যতে ডাক্তার বানানোর.. আমি পরীক্ষায় ভালো ফলাফল করা সত্ত্বেও আমার M.B.B.S e ভর্তি হয়নি পারিবারিক কারণে..অনার্স পড়ার সময় আমার বিয়ে হয়ে যায়..তবে আলহামদুলিল্লাহ আমি এখন অনার্স এবং মাস্টার্স পাশ করেছি এবং খুব ভালো ফলাফল করে..আমার এখন পরবর্তী vision আমার মা-বাবার জন্য সেটা হচ্ছে আমি পিএইচডি করবো এবং পিএইচডি করে আমি আমার নামের পাশে ডাক্তার উপাধি দেবো যাতে করে আমি আমার মা বাবার স্বপ্ন পুরোপুরি না হলেও আংশিক কিছুটা পূরণ করতে পারি"