আমার ভালোবাসার ভিশন গুলো সময়ের সাথে সাথে বদলেছে। ছোট থেকে ভিশন ছিল বাবা মা ও ছোট বোনকে নিয়ে নিজের বাড়িতে ওঠা। একটু বড় হওয়ার পর ভিশন হলো বাবা মা'র স্বপ্ন পূরণের জন্য ডাক্তার হওয়া। আরেকটু বড় হয়ে ভিশন ঠিক করলাম ছেলে সন্তান বিহীন বাবা-মায়ের সম্বল হওয়া।প্রিয় মানুষের সাথে ভীষণ ছিল একসাথে সবগুলো শখ পূরণ করা যা হয়তো বাবা-মার শাসনে করা হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ ভালোবাসার ভিশন হচ্ছে প্রিয় মানুষটিকে নিয়ে অনেক অনেক ঘুরে বেড়ানো এবং অ্যাডভেঞ্চার করা। সন্তানের জননী হওয়ার পর এখন ভালোবাসার ভিশন হচ্ছে আমার সন্তানের জন্য সন্তানের ভবিষ্যতের জন্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়াএবং তাকে মানুষের মত মানুষ করা।