By - Soyan biswhas

মুগ্ধতার যেমন ভাষা থাকে না তেমনি হয়তো যতটা আমরা অনুভব করি তার সামান্য অংশটাই প্রকাশ করি। ভালোবাসি বলে যতটা অনুভূতি প্রকাশ পায়, তারচেয়ে বেশি সেই শব্দটার সাথে প্রতিনিয়ত প্রিয়তমেষুর সাথে নতুন করে পরিচয় হয়। হুট করে একটা সময় আমরা খেয়াল করি- সে রাগ করে তাকালেও তার চোখে ভালোবাসা থাকে। যে সমস্তটা দিয়ে ভালোবাসে তার সবকিছুই অন্য মানুষটার জন্য পারফেক্ট হয়ে ওঠে না। বরং দুটো মানুষ যখন মানিয়ে নেয় একে অপরের সাথে তখনই সেই দিনগুলো কল্পনার চেয়ে সুন্দর হয়ে ওঠে। ভালোবাসা সবার কাছে বসন্তের মত আরো রঙিন হয়ে উঠুক। আবার যখন দেখা হবে, যদি থমকে যায় সময় তোমার হাসির কলরবে, জার্বেরার মত চোখের তারায় মুগ্ধতা নিয়ে হারিয়ে যাবো কোলাহলে..। তাকিয়ে যখন দেখছো আমায়, সন্ধ্যার বাতি জ্বলে ওঠা শহরে আমরা তখন না হয় হারিয়ে যাবো বিশ্বাসে বাহুডোরে...। শান্ত চোখে তাকিয়ে না হয় কপালে অনুভব করো উষ্ম ঠোঁটের স্পর্শ, কত শত হারিয়ে ফেলা গল্প আর কত কত শূন্যতা যখন আমাদের ঘিরে ধরবে, সেই সব শূন্য বিষণ্ন দিনে তুমি আমি না হয় পরস্পরের পূর্ণতা হয়ে থাকি ...। বেলাশেষের আলোয় মুগ্ধ হয়ে তোমাকেই বার বার বলি - ভালোবাসি, ভালোবাসি... প্রিয়,ভালোবাসার শুভেচ্ছা নিয়ো. ভালোবাসার ভিশন ❤️