By - Sumi Akter

একটা সম্পর্ক টিকিয়ে রাখতে বা সম্পর্ক টাকে সুন্দর করতে দুইপাশ থেকে সমান তালে তাল মেলাতে হয়। মনে করেন আপনার সঙ্গী আপনাকে একটা ফুল দিলো আপনি তাকে ধন্যবাদ বললেন। তার ভালো লাগবে। সে আবার দিবে। আপনি ধন্যবাদ দিলেন তার ভালো লাগলো।এভাবে সে প্রায় ই আপনাকে ফুল দিচ্ছে আর আপনি ধন্যবাদ দিয়ে তাকে খুশি করে ভাবছেন আপনার দায়িত্ব শেষ। একটা সময় সে আর ফুল দিবে না কারণ সে যানে আপনি ফুলের বিনিময়ে ধন্যবাদ এর বাইরে আর কিছুই করবেন না যেটা তাকে খুশি করবে। আপনার রাগ হবে। ভাবতে শুরু করবেন সে আর আগের মতো ভালবাসে না।বদলে গেছে। আপনি আরও গা ছাড়া হয়ে যাবেন। একটা সময় সম্পর্ক টাকে আর ভালো লাগবে না। মনে হবে কেনো আছি এক সাথে!? আগের মতো ভালো লাগা,আকর্ষণ কিছুই কাজ করবে না। শুরু হবে সম্পর্ক ভাঙনের চিন্তা। একটা সুন্দর সম্পর্ক যেখানে দুজনের মনেই ভালবাসা আছে কিন্তু একটু খামখেয়ালি আর একজনের দায়িত্ব সম্পর্ক টাকে এই অবস্থান এ নিয়ে এসেছে। এখন প্রশ্ন তাহলে আপনার দোষ কোথায়?! আপনি তো তাকে ফুলের বিনিময়ে ধন্যবাদ দিয়েছেন। তার কষ্ট কে এপ্রিশিয়েট করেছেন। আর কি?! সে আপনাকে ফুল দিয়ে যেমন তার ভালবাসার বহিঃপ্রকাশ করেছে আপনার উচিৎ আপনার ভালবাসার বহিঃপ্রকাশ করা। সেটা ফুল দিয়ে হোক বা সুন্দর একটা মুভি ডেট উপহার দিয়ে হোক বা হয়তো নিজ হাতে বানানো এক কাপ চা দিয়ে। কিন্তু ভালবাসার বহিঃপ্রকাশ অনেক বেশি দরকার যে কোন সম্পর্ক টিকিয়ে রাখতে সুন্দর রাখতে। এখন অনেকেই বলবেন আমি তার জন্য চা না সব করি। রান্না করি,মুভি দেখতে নিয়ে যাই সে যা চায় তাই। তাহলে অন্য কিছু যেটা তাকে স্পেশাল ফিল করাবে। যেটা তাকে বোঝাবে আপনি তাকে ভালবাসেন আর তার খুশির জন্য এফোরট দিচ্ছেন। সম্পর্ক প্রমাণ চায়।সম্পর্কে থাকা মানুষ টা বারবার স্পেশাল ফিল করতে চায়। সেটা হোক এক কাপ চা বা একটা শক্ত করে হাগ এর বিনিময়ে । কিন্তু ভালবাসার মানুষ গুলিকে ধরে রাখতে হলে বড্ড বেশি বহিঃপ্রকাশ প্রয়োজন। বড্ড বেশি। যারা আমাকে বলো আমি অনেক লাকি হালিম সাহেব কে পেয়ে আবার হালিম সাহেব কে বলো সে অনেক লাকি আমাকে পেয়ে তারা এই পোস্ট এর প্রতিটি কথা পালন করো তাহলে তোমাদের সম্পর্ক দেখেও মানুষ এভাবে বলবে ইন শা আল্লাহ। আমরা দুজন লাকি দুজন কে পেয়ে। আলহামদুলিল্লাহ ❤️❤️ ভালো থাকুক পৃথিবীর সব ভালবাসার মানুষ গুলি ❤️❤️