ভালোবাসার ভিশন,, অফিসের ছুটির দিনে দুজনে ঘুরতে যাওয়া অন্য রকমএক অনুভূতি। হাজারো মানুষের ভিড়ে তুমি আমার হাত ধরে রাখতে।সেই দিন গুলো এখনো সৃতি হয়ে থাকবে।রোদ বৃষটি আর দুজনে এক সাথে গাড়ির জন্য দাড়িয়ে থাকা দিন গুলো এখনো খুব মনে পড়ে। তুমি না থাকলে হয়তো বুঝতাম না মায়া কি, ভালোবাসার সেই মনোরম আবাস,আবার একদিন দুজনে এক সাথে হাটঁবো তখন হয়তো আর আমরা দুজন দুজনের হাত দরে হাটবো না, আমাদের মাঝে থাকবে আমাদের ছেলে মেয়েরা।জানি আমাদের ছেলে মেয়েরাও আমাদের মতো হবে।