By - Tanzina Afrin Nira

❤ Valobashar Vision ❤ "হঠাৎ যখন মনের অজান্তে হারানো সেই দিনের কথা গুলো মনে পড়ে মনের কোণে এক শিহরণ দেয় যখন ভাবি তোমার আর আমার একসাথে বৃষ্টিতে ভেজা, কাশফুলের মাঝখানে হেঁটে বেড়ানো, একই টংয়ের দোকানে চা খাওয়ার মুহূর্তগুলো..তবে তোমায় নিয়ে আমি স্বপ্ন দেখি ইনশাল্লাহ একদিন তোমাকে নিয়ে আবার যাবো তবে বাংলাদেশে নয় দেশের বাহিরে কোন শহরে হতে পারে ইতালি,জার্মানি বা সুইজারল্যান্ড এবং সেখানে গিয়ে আমরা একসাথে কফি খাবো এবং হারানো সেই দিনের কথা গুলো আমরা কফির চুমুকে চুমুকে মনে করব"