'তোমাকে নিয়ে ভিশন সপ্ন দেখার হচ্ছে, হাজারো সপ্ন জমে আছে এই দুনয়নে,ভালোবাসার এক অরণ্যন প্রতিভা আমি ছিলাম বাবা মায়ের ছোট মেয়ে তাই তারা আমাকে নিয়ে অনেক সপ্ন দেখ,সন্তনের জন্য বাবা মায়ের এত ভালোবাসা সেটা আগে বুঝতাম না, এখন নিজে মা হয়েছি তাই বুঝি, বাবা মায়ের আশা আখংখা কত দুর।একদিন আমিও চাইবো আমার ছেলে মেয়েরা মানুষের মত মানুষ হবে,আর আমার দুনয়ন ভরে যাবে তাদের সফলতায়।তাই বলি সকল বাবা মায়ের সপ্ন পুরন হোক।