By - Md. Abdul Qader

প্রত্যেকটি ভালোবাসার গল্পের মতো, আমারও ভালোবাসার স্বপ্নীল এক ভীষণ আছে । সেই ভীষণ হৃদয় নিংড়ানো এক সুবাসিত গৃহের । প্রিয়জনকে এমন একটি বাড়ি তৈরী করে দিতে চাই যেখানে ডানা মেলবে কল্পনার নানান রঙ । গাছের সবুজে ঘেরা বাড়িতে পাখির কিচিরমিচির শুনে ভাঙবে সকালের ঘুম, দক্ষিণের বারান্দার আরাম কেদারায় বসে প্রিয়তমা উপভোগ করবে সকালের শুভ্রতা । মন খারাপের মেঘ তাড়িয়ে দিতে এ্যাকুরিয়ামে থাকবে রঙিন মাছ । দেওয়ালে ঝুলানো থাকবে চিত্রকর্ম, আমার স্বরচিত কবিতার লাইনে সাজানো নানান পেইন্টিং । বুক শেলফ সাজানো থাকবে নিজস্ব চিন্তাধারায়। থাকবে আলাদা প্রার্থনা কক্ষ । নান্দনিক ফিটিংসে সাজানো বাথরুম জানান দিবে রুচিশীলতার প্রখরতা । বেডরুমের দেওয়াল সাজানো থাকবে আকাশি রঙে, কেননা এই রঙ ওর ভীষণ প্রিয়, বাহারি পর্দা রুমকে করে তুলবো আরো মোহনীয় । ডাইনিং টেবিলের পাশে আর ড্রয়িং রুমে সাজানো থাকবে ফুলের টব, বারান্দা হেসে উঠবে বর্ণীল ফুলের হাসিতে । রান্না ঘর সাজানো থাকবে রান্নার সহযোগী নানান ইলেকট্রনিক্স গেজেটে, জীবনধারণ সহজে যত ইলেকট্রনিক্স সামগ্রী প্রয়োজন সব দিয়েই মনের মত সাজাবো বাড়ি, আর এসব ব্যাপারে আমি আস্হা রাখি সবসময়ই দেশীয় কোম্পানীর প্রতি, দেশে এত ভালো প্রডাক্ট হচ্ছে ভেবে প্রায়ই আনন্দে অশ্রুসিক্ত হই, আর Vision বরাবরই প্রতিদান দেয় সেই আস্হার । -আবদুল কাদের আরাফাত চট্টগ্রাম মোবাইল : ০১৮৩২৩০৮০৯৯ ইমেইল : md.abdul_qader@yahoo.com