নাটোরের বনলতা সেন কেও হার মানায় ওর সৌন্দর্য, স্বর্গের কোনো হুর যেনো মর্তে নেমে এসেছে। প্রথম দেখাতেই ওর প্রেমে পড়েছি, ও এখন আমার কল্পনা বাস্তব সবটা জুড়ে আছে। ওকে সামনাসামনি বলতে পারিনি এখনো। ভেবেছি আগামি ভ্যালেন্টাইনে ওকে প্রপোজ করব। প্রতিযোগিতার জন্যে লিখি নি সবাই দোয়া করবেন যেন ও আমাকে আমার মতই ভালোবাসে। সবার জীবন ভালোবাসায় ভরে ওঠোক এটাই কামনা করি।