By - Fahima Akter

মন নেই ভালো জানিনা কি হলো,পাশে নেই তুই কি করি আমি পাখি যদি হতাম আমি এই জীবনে, তোমায় নিয়ে উড়ে যেতাম অছিন ভুবনে,তুমি কি যাবে আমার সাথে।ভাবনার জগতে তুমি থাকো, বাস্তবতার জীবনে কেনো নেই,দুঃখের জগতে তুমি থাকো সুখের জগতে কেনো নয়।তুমি যাকে ভালোবাস সে তোমাকে ভালো নাও বাসতে পারে,এটা তোমার ব্যর্থতা নয় কেনো না তুমি তাকে নিঃস্তার্থে ভালো বেসেছ আর এটাই তোমার জয়।ভালো থাকুক সকল ভালোবাসা।