By - Nasrin Akter Nijhum

"ভালোবাসার ভিশন ও আমাদের গল্প"❤️ সব ভালবাসার আলাদা কিছু গল্প থাকে।তেমনি আমাদের গল্পের ও সুন্দর একটি গল্প ও ভিশন আছে।আজ গল্পের ভিশন লিখতে লিখতে সুন্দর সুন্দর সৃতি মনে পড়বে।গল্পের শুরুটা হয় কোন এক অজানা চোখে চোখ পড়ার কারণে।আর সেই চোখ এ চোখ পড়াটা নিয়ে যায় আমাদের সুন্দর একটি প্রেমের জগতে।যাকে আমি কখনো সামনা সামনি নিজ চোখে দেখি নি তার সাথে সেই দিনটি ছিল আমার প্রথম দেখা।জানি না একজন একজনকে দেখার পর কোনো এক অজানা ভালোলাগা শুরু হতে থাকে।এত ভলোলাগা কাজ করছিলো যা আমাদের ভালোবাসায় পরিনত হয়ে গেলো।সেই অজানা ভালোবাসা টি ৭ মাস সুন্দর মতো গিয়েছিল।এবং এরপর আমরা আমাদের পরিবার কে আমাদের ভালোবাসার গল্পটি জানায়।আর ২ পরিবার ই আমাদের প্রস্তাব এ রাজি হয়ে যায়।এবং আমাদের বিয়ের জন্য রাজি হয়ে যায়।সুন্দর মতো আমাদের বিয়ে ও হয় আলহামদুলিল্লাহ।আমাদের ভালোবাসা তে আমরা কখনো বাধার মুখে পড়ি নি।সুন্দর মতো একজন একজনের করে নিলাম। আলহামদুলিল্লাহ সেই অজানা ভালোবাসা টি আজ হালাল সম্পর্কে পরিনত হয়ে ১ বছর এ পারি দিতে চলছে।শেষ এ এটি ই বলতে চাই আমাদের ভালোবাসার ভিশন টি হবে এভাবে যেন আমারা একজন একজনের জীবনে মৃত্যুর আগ অব্দি থাকতে পারি।আমিন।আল্লাহ তা'আলা যেন আমাদের ভালোবাসার এই ভিশন টি সুন্দর করে নিয়ে যায় সেই দোয়া ই কাম্য।❤️