তোমায় যদি তোমায় না পাই আমি জীবনের তরে,এ জীবন যাবে আঁধারে আঁধারে। আলো তুমি আমার দুই নয়নের মাঝে মনের মানুষ তুমি প্রেমের পৃথিবীতে।আল্প আল্প মেঘ আল্প আল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয় ছোট ছোট গল্প থেকে ভালবাসা সৃষ্টি মাঝে মাঝে স্মরণ করলে সম্পর্কটা মিষ্টি হয় কাউকে দূরে থেকে কাউকে দূরে থেকে ভালবাসাই পবিত্র ভালবাসা কারন এ ভালবাসা কোনো রকম অপবিত্রতা থাকে না কোন শারীরিক চাহিদা থাকে না শুধু নিরব কিছু অভিমান থাকে যা কখনো কেউ ভাঙায় না।