By - Sultana Rehman

ভালোবাসার কথা কখনো বলে শেষ করা যাই না। তবে সংক্ষেপ এ কিছুটা বলি। তার সাথে আমার পরিচয় টা ফেসবুক থেকে। প্রথমেই ঝগড়া তার পর জানি না সব ভালোবাসার গল্পটা এমন ভাবে সুরু হই কিনা। তবে আমার দেখা গল্প গুলতে বন্ধুত্ত থেকেই প্রেম টা হই। আমার খেত্রেও তাই হয়েছে। আমার সাথে ওর সম্পর্ক হই ২০১৮ সাল এ ২৬/১২ তে পরিচয় হই ২০১৮ তেই এপ্রিল এ। সম্পর্কের ২ বছর পর আমারা লুকিয়ে বিয়ে করি ফেমিলিতে না জানিয়ে ১ টি বছর পার করে ফেলি। বাড়িতে কীভাবে যানি যেনে যাই বিয়ের কথা। আমাদের সম্পর্কের কথা দুই ফেমিলি মানে আমার বাবা মা আর ও বাবা মা আগে থেকেই জান্ত। বিয়ের কথা জান্ত না হঠাৎ যেনে জাই তার পর থেকেই ভেজাল টা সুরু হই। এম্নিতে প্রতিটা সম্পর্কে ঝগড়া অভিমান ছোটো খাটো খুন সুটি থাকেই আমাদের ও হতো। আমাদের এভাবে বিয়ে করা টা দুজনের বাড়ি থেকেই মেনে নেই না। ফেমিলি কে মানাতে আর ও ২ টি বছর লেগে যাই। অবশেষে ফেমিলিকে মানাতে আমরা সক্ষম হই। আমাদের নতুন করে বিয়ের সানাই বাজে কিন্ত ফেমিলির অনেক সদস্য মন থেকে মেনে নেই না বিয়ে টা। তাতে কি বিয়ে হলো ভালোবাসার মানুষ টি কে আপন করে পেলাম ১৪/১০/২০২০ এ । এর মাঝে কেমন ঝড় ঝাপ্টা গেছে আসা করি সকলেই বুঝতে পেরেছেন ফেমিলিকে রাজি করানোটা কতটা কঠিন। আমরা এখন একে ওপরের পাশে আছি। এভাবেই জেনো বাকি জীবনটা পার করতে পারি .