যখনি মনে পড়ে সেই পুরনো দিন গুলো,তুমি আমার হাত শক্ত করে দরে বলতে জীবন চলে গেলেও আমার হাত ছাড়বে না।আমার মাথায় হাত বুলিয়ে দিতে আর বলতে পাগলি চিন্তা করো না আমি আছি তো তোমার পাশে,সব সময় তোমায় আগলে রাখবো আমার বুকের মধ্যে খানে।তোমায় দেখলে বুকের ভিতর কেমন জানি সাহস জাগে,তোমার সেই কথা গুলো তুমি রাখতে পেরেছ।