আমার খুব ইচ্ছে একটা সুন্দর বাড়ি বানাবো, একটা গাড়ী কিনবো আর দুজন মিলে সেই গাড়িতে করে ঘুরতে যাবো অচিন পুরে,আমার সামীর ও খুব ইচ্ছে সে এক দিন একটা গাড়ি নিবে আর সেই গাড়িতে করে সে অফিস যাবে, ছুটির দিনে গুরতে বের হবে। জানি সেই ইচ্ছে এক দিন পুরন হবে।