By - Tanzina Afrin Nira

"তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন মনের অজান্তেই তোমার জন্য মনের কোণে ভালোবাসার ঘর বেঁধে রেখেছিলাম..খুব ইচ্ছে ছিল বিয়ের পর তোমাকে নিয়ে হানিমুনে যাবো সমুদ্রসৈকতে আর দিক-দিগন্তে একসাথে হাতে হাত ধরে পানিতে ঘুরে বেড়াবো..কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি..আজ প্রায় 10 বছর পর মনের কোণে আবার নতুন করে ভালবাসার আশা বুনেছে তোমায় নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব তবে এবার আমাদের সাথে থাকবে আমাদের সন্তানেরা"