By - Fatema

ভালোবাসার জন্য লক্ষ্য সবার ভালোবাসার গল্প গুলো থেকে আমার ভালোবাসার গল্পটা একটু আলাদা ।আমি ফাতেমা, এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আল্লাহর রহমতে ভালো ফলাফল করেছি । ছোট থেকে ভেবেছি বড় হয়ে একজন ডাক্তার হবো ,কেউ জিজ্ঞাসা করলে তখনও বলতাম ডাক্তার হবো।ডাক্তার হবো বলতাম ,কিন্তু কখনো উদ্দেশ্যটা বোধগম্য হয়নি। যখন বুঝতে পারলাম অনেক দরিদ্র অসহায় মানুষ অনেক কষ্টে আছেন ,তারা টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন অথবা ভালো বা উন্নত মানের চিকিৎসা করাতে পারছেন না ।তখন তাদের জন্য আমার অনেক কষ্ট হচ্ছিলো আমার অনেক খারাপ লাগচ্ছিল। আসলে ,আমি তাদের ভালোবেসে ফেলেছি । তারাই আমার ভালোবাসার ভিশন। আমার ভালোবাসার ভিশন পূরণ করতে এখন আমি একজন ডাক্তার হতে চাই ,আমি তাদের জন্য কিছু করতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই ,তাদের সাহায্যে এগিয়ে যেতে চাই। ডাক্তার হওয়ার উদ্দেশ্য টা এখন আমার কাছে বোধগম্য। ভালোবাসা দিবসে ভালোবাসা জানাতে চাই সেই সকল মানুষকে এবং তার সাথে আমার বাবা-মা ও ভাইদের । বিশেষ করে আমার মাকে যিনি আমাকে এই পৃথিবীর মুখ দেখিয়েছেন।মা সবসময় আমার ঠিক এবং ভুলগুলো ধরিয়ে সঠিক পথে চলতে শেখান। আমার লক্ষ্য পূরণে সবথেকে বেশি উৎসাহ দেন আমার মা। আপনারা ও আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার ভালোবাসার মানুষ গুলোর জন্য আমার লক্ষ্য পূরণ করতে পারি। এটাই আমার ভালোবাসার জন্য লক্ষ্য।