ভালোলাগা,ভালোবাসা অতঃপর বিয়ে পর্যন্ত অনেক চড়াই, উতরাই পার করে পারিবারিকভাবে ই বিয়ে করি সম্পূর্ণ বেকার ছেলেটাকে কারন আমার বিশ্বাস ছিলো মানুষটার চেষ্টা আছে সে অবশ্য ই সফল হবে। ৬ বছরের প্রেম + ৬ বছরের সংসারে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনন্ত এখন খুব ভালো চাকুরী করে,আমাদের সন্তানকে নিয়ে ভালো আছি আমরা।সত্যিকার ভালোবাসা আল্লাহ পদত্ত তাই আমরা দুজন একদম ই ভিন্ন জেলার হওয়ার পর ও দুজন দুজনকে পেয়েছি আলহামদুলিল্লাহ ।এখন দুই সন্তান আমাদের,তাদের ভালোভাবে মানুষ করাই আমাদের ভালোবাসার ভিশন❤️❤️