বন্ধুত্ব থেকে কখন দুজন দুজনকে ভালোবেসে ফেললাম জানিনা।সে বলতো-তুমি আকাশের চাঁদ আর আমি তার পাশে জ্বলজ্বলে তারা।দুজন পাশে থেকেও একে অপরের নয়।সেদিন বলেছিলাম আমরা ত চাঁদ তারা নই, মানুষ। তবে কি হাতে হাত রেখে পূর্নিমা দেখার স্বপ্ন দেখতে পারিনা?সেই থেকে ভালোবাসার ভিশন নিয়ে পথচলা...