By - Rasel Ahmed

ভালোবাসা রং নেই বর্ন নেই আছে শুধু অনুভব এ কাছে আসা, ভালোবাসা, বিশ্বাস, নির্ভরতা,সহজতর জীবন ধারা,নিজের ইচ্ছে গুলো অন্যের উপর চাপিয়ে না দিয়ে সমান ভাবে ভাগ করা। আমি ছোট এই জীবনে ভালোবেসে এটাই বুঝি এবং মানি।আমি আজ ১০ বছর + বিয়ে করেছি প্রেম করে এবং আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে প্রেম এর জন্য বা প্রেম এর মূল্য দিতে হয়েছে অনেক অনেক.... আমি মুসলিম আর আমার বউ হিন্দু সম্প্রদায়ের আর আমাদের সমাজ এটা এত সহজে মেনে নেয়না। আমি মূলত ওর ব্যবহার দেখে মুগ্ধ হয়ে ওর প্রেমে পড়ি, সে কলেজে এত সুন্দর করে প্রেজেন্টেশন দিত এর জন্য সে বেশ পছন্দের একটা মেয়ে হয়ে যায় সাথে আমার মনটা কেড়ে নেয়। ধীরে ধীরে আমাদের প্রেমের কবিতা অনেক বড় হয়ে যায় কিন্তু পরিবার না মানায় নিজেই বিয়ে করে ওকে মুসলিম বানিয়ে আমি আলাদা থাকি এবং অনেক কষ্ট করে চলি,এখন অবশ্য সবাই মেনে নিয়েছে সবাই এখন বেশ আনন্দে আছে।