বাহির থেকে খাবার নিয়ে ফিরলেন আমার বর। বললাম আজ ভ্যালেন্টাইন্স ডে তে কোথায় ফুল,গিফট দিবে আমায় তা না নিয়ে এলে খাবার!! সে বলে, ফুলের রানীকে কি নতুন করে ফুল দিতে হয়! আর তোমার গিফট ত আমি, এই যে দুজন গল্প করবো আর খাবো এই মুহুর্তগুলোই ত অমর।প্রিয়জনকে সময় দেয়াইত ভালোবাসার মুল ভিশন।