By - মায়া ইসলাম

প্রত‍্যেকটি মানুষের কিছু স্বপ্ন থাকে কিছু ভিশন থাকে তার ভালোবাসার, তার প্রিয় মানুষদের জন‍্য। তেমনি আমারও কিছু ভিশন আছে। তবে আমার ভালোবাসার মানুষ হচ্ছে আমার পরিবার। আমার মা- বাবা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন। আমার বাবা অল্প বয়সে অন্ধ হয়ে যায়। এরপর আমার মা অনেক কষ্ট করেছেন। কিন্তু আমাদেরকে কষ্ট বুঝতে দেননি। আমার বড় বোন প্রতিবন্ধী। তার জন‍্যও আমার পরিবারকে বিশেষ করে আমার মাকে অনেক কথা শুনতে হয়েছে। তাই আমার ভিশন এতো বড় কিছু না। আমার স্বপ্ন ছোট। আমি আমার পরিবারের মুখে একটু হাসি ফুটাতে পারি সেজন‍্য আমার ভিশন হচ্ছে একটা জবের। যাতে আমি আমার মা-বাবার মুখে একটা চাকরি করে দুবেলা খাবার দিতে পারি, তাদের চিকিৎসা করাতে পারি আর আমার প্রতিবন্ধী বোনটার আবদার মিটাতে পারি। বাড়ি ভাড়ার জন‍্য যেনো বাড়িওয়ালার কাছে আমার মাকে আর যেনো কথা শুনতে না হয়। মেয়ে বলে যেনো আমি পিছিয়ে না পড়ি। ব‍্যাস আমার স্বপ্ন এতটুকু।