"ভালোবাসা শব্দটি এক অব্যক্ত অনুভূতি যা প্রিয়জনকে কখনো বলে বোঝানো যায়না.. তবে ভালোবাসা প্রকাশ করার ভঙ্গি কিন্তু অনেক রকমের আছে ..আমি আমার ভালোবাসা প্রকাশ করতে চাই আমার মা-বাবার প্রতি ,আমার স্বামীর প্রতি ,সন্তানের প্রতি ,আমার ইসলামের প্রতি এবং আমার পরিবার ও দেশের সকলের প্রতি ..আমার বিশ্বাস আমি ইনশাল্লাহ পরবর্তীতে দেশের জন্য ভালো কোন কাজ করে দেশের মুখ উজ্জ্বল করতে চেষ্টা চালিয়ে যাব.."