By - Fatema Tul Jannat

আমার জীবনের অন্যতম প্রিয়মানুষ আমার মা। এখন পর্যন্ত মাকে মনের মত দামি কিছু দিতে পারিনি, যদিও আমার মাকে সুতা কিনে এনে দিলেও সে খুব খুশি হয়। আমার মার বিয়ের সময় নানু মা কে একটা মতির নাকফুল দিয়েছিল। নানুর স্মৃতিটা মা সবসময় ব্যবহার করত কিন্তু একদিন ওযু করার সময় নাকফুলটা বেসিন এ পড়ে হারিয়ে যায়। এতে মা খুব কষ্ট পেয়েছিল এখনো সে তার নাকফুলটাকে মিস করে। তাই এবার ২৫ শে ফেব্রুয়ারী এই ভালোবাসা ও ভাষার মাসে আমার বাবা-মার ৩৩ তম বিবাহ বার্ষিকীতে একটি স্বর্ণে মুক্তা বসানো নাকফুল গিফট দেওয়ার ভিশন রয়েছে।