2001! চাকরি হচ্ছিল না বলে তোমার বাবার সামনে আর যেতে পারিনি ! তোমার বিয়ের আগের দিন বিশ্ববিদ্যালয় থেকে ছুটে গিয়েছিলাম তোমার বাড়িতে, কিন্তু ভরসা রাখতে পারলে না সেদিন। তোমায় বলেছিলাম, "এ পৃথিবীতে তুমিই শুধু একা জানবে তুমি ছাড়া আমি কতটা খারাপ থাকবো"! এইতো ক মাস আগে তোমার জেলায় এসপি হয়ে এসেছি। তীব্র ভয় হয় কখন তুমি সামনে চলে আসবে, আর আমি চিৎকার করে জড়িয়ে ধরে কান্না করে দিই। মাঝখানে শুধু কেটে গেল প্রায় ২০ বছর, আমার মেয়েটির নাম কিন্তু তোমার নামে রেখেছি!!