By - Mahfuzur Rahman

সুন্দর মন ভালোবাসার অন্যতম শর্ত আমাদের সবার জীবনের সাথেই ভালোবাসা জড়িয়ে আছে, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ভালবাসা। লাখ টাকার বিনিময়েও মানুষ এই মূল্যবান সম্পদ অর্জন করতে পারে না। এ সম্পদ অর্জন করা যায় শুধুমাত্র মনের বিনিময়ে।। সুন্দর মন ভালোবাসার পূর্বশর্ত, ভালোলাগা থেকেই ভালোবাসার জন্ম-একথা সর্বজন স্বীকৃত। পৃথিবীর প্রতিটি মানুষেরই হৃদয়ে আকাঙ্ক্ষা থাকে যে, তার একজন ভালবাসার মানুষ থাকবে যে পৃথিবীর সকল ভালবাসা তার পদতলায় রাখবে। শত দুঃখ, কষ্ট, আঘাত থেকে তাকে আগলে রাখবে। তার এক চিলতে হাসির জন্য সকল বাধা বিপত্তি এড়িয়ে যাবে। সকল অসাধ্য জয় করবে তার জন্য। ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া। ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা। পৃথিবীর প্রতিটি মানুষই হাত বাড়িয়ে ভালবাসাকে ছুঁতে চায়। হোক সে গরীব আর হোক সে ধনী। হৃদয় আদান-প্রদান করলেই যে প্রতিটি হৃদয় অক্ষুণ্ণ থাকবে তা কিন্তু মোটেও নয়। এই আদান-প্রদান এর মাঝে গোটা কয়েক হৃদয় ভেঙ্গেও যায়। মানুষ ভালবাসলেই তার ভালবাসার মানুষটিকে আপন করে পায় না। ভালবাসলেই যে ভালবাসার মানুষটিকে নিজের করে পেতে হবে এমন কোনো নিয়ম নেই, জীবনের বাস্তবতা মেনে নিয়ে অন্য কাউকেও নিজের করে নেয়া লাগতে পারে। অনেকে এই কষ্ট পেয়ে তো নিজের জীবনই খুইয়ে বসেন, তারা বোকা ছাড়া অন্য কিছু নয় বৈকি! ভালবাসার মানুষটিকে হারানোর বেদনা আপনাকে কাঁদাবে ঠিকই, কিন্তু একটা পর্যায়ে আপনাকে বাস্তবতা মেনেই জীবনে এগিয়ে যেতে হবে। জীবনে উজার করে ভালবাসলেও মাঝে মাঝে কষ্ট আপনার জন্য অপেক্ষমান। ভালবাসায় হৃদয় ভাঙ্গবে, আবার গড়বে এটাই ভালবাসার লীলা খেলা। ভালবাসা যেমন আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখের অনুভুতি টুকু দিতে পারে তেমনি আপনার হৃদয় জুড়ে রাজ্যের ব্যথাও দিতে পারে। মুখে মুখে সবসময় ভালোবাসি ভালোবাসি বলার চেয়ে ভালোবাসার মানুষটিকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার। মানুষ বড়ই অদ্ভুত জীব। ভালবেসে শত কষ্ট পেলেও এই ভালবাসার জন্যই সে পৃথিবীর সকল চড়াই উৎরাই পাড়ি দিতে পারে। ভালবাসার জন্য সে ইতিহাস গড়তেও রাজি, ভালোবাসা হচ্ছে এমন যখন কেউ আপনার হৃদয় ভেঙ্গে দেয় আর আপনি সেই হৃদয়ের প্রতিটি ভাঙ্গা টুকরো দিয়ে তাকে ভালোবাসেন। এই ভালবাসাই যে মানুষকে বেঁচে থাকার প্রয়াস টুকু দেয়। জীবনের সবচেয়ে সুন্দরতম দিনগুলো উপহার দেয় এই ভালবাসা। প্রতিটি সাদাকালো সপ্নতে রঙ্গিন তুলির পরশ বুলায় ভালবাসা, জীবনকে পরিপূর্ণ করে তোলে এই ভালবাসা। ভালোবাসার জন্য কোনো কালের প্রতায়োজন হয় না, একটি মুহুর্তই যথেষ্ট, ভালোলাগা আর ভালোবাসার মধ্যে ব্যাপক ব্যবোধান,সেটা আগে বুঝতে হবে। ভালোবাসার মানুষের সাথে মত-পার্থক্য থাকবেই এটা একেবারে স্বাভাবিক বিষয়,দুজন মানুষের মাঝে খুব বেশি মিল থাকা কখনও সম্ভব নয়,সম্পর্ক যত বেশি গভীরে যেতে থাকে তখন তার ভালো লাগে ও মন্দ লাগা গুলো আস্তে আস্তে সামনে আসতে থাকে। আর তখনই ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য বুঝতে পারা যায়। ভালোবাসা বেশির ভাগ ক্ষেত্রে কষ্ট দেয়, মানুষও কষ্টের কালো পাহাড়ের নিচে চাপা পড়েও আবার উঠে দাঁড়ায়। মায়ার টানে আবার সে ফিরে আসে ভালবাসার কাছে, আবারো সে ভালবাসে।