By - Sheikh Mizanuddin

আমি যাকে ভালোবাসি সে হচ্ছে আমার প্রিয়তমা স্ত্রী। আমি বেকার জেনেও যে আমার হাতে হাত রেখেছিল। সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়েছিল। আমি সবসময়ই এভাবে তাকে পাশে চাই। কারন অর্থ বিত্তের চেয়ে এ সমাজে আজ ভালোবাসার অভাব বেশি যেটা আমি নিজ চোখে দেখতে পেরেছি।আমি তাকে ভালোবাসি সবসময়।