আমার ভালোবাসার সবটুকু ঘিরেই আমার সন্তানকে ঘিরে বলা যায়। আমার সন্তান এর নাম ওশান। আমার লক্ষ্য ওকে একজন সৎ এবং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। বর্তমানে সঠিক পারিবারিক শিক্ষা এবং ভালোবাসার অভাবে শিশুদের মাঝে পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ সৃষ্টি হচ্ছে না। এইজন্য আমি চাই আমার সন্তান কে সুশিক্ষাতে শিক্ষিত করে সোনার বাংলার একজন সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে। মুক্তিযুদ্ধের চেতনা যেন সবসময় তার হৃদয়ে থাকে এইজন্য মুক্তিযুদ্ধের সঠিক গৌরবোজ্জ্বল ইতিহাস আমি তাকে শোনাই এবং দেশ প্রেমিক হিসেবে তাকে তৈরি করতে চাই। আমার ভিশন তাই এক কথাতে বললে আমি চাই আমার সন্তান ওশান,বাংলা মায়ের দামাল ছেলে হয়ে দেশের জন্য গৌরব বয়ে আনুক। ধন্যবাদ।