আমার ভালোবাসার ভিশন সাল ২০০৮ প্রাইমারিতে খেলার ছলে বন্ধুত্ব শুরু, পরিচয় এক সাথে চলা, স্কুলে যাওয়া আশা থেকে এক সময় আমার মনের মাজে একটু বাল্যপ্রেম দেখা দেয়, আমি কিছুদিন মজনু, ফরহান,শাহজাহান, রোমিও হয়ে গেলাম তারে দেখলেই ভালো লাগে, তারে নিয়ে ভাবতেই ভালো লাগে বন্ধুদের সাথে তার ব্যাপারে কথা বলতে ভালো লাগে,বিভিন্ন বাহানা বানিয়ে তার বাসায় যেতাম গল্প করতাম আর সে থাকতো শুধু পড়া নিয়ে,ভালোই চলছিলো এক ভালোবাসা ও লাগা , হঠাৎ করে একদিন আমার হাত কেটে গেল আমিও সেই হাত কাটা রক্ত দিয়ে প্রেমিকার নাম লিপিবদ্ধ করলাম আর এই খবর টা কেউ একজন বলে দিলো তাকে শুরু হলো হতাশা আর দেবদাস-এর মত জীবন-যাপন সে আমাকে দেখলেই রেগেমেগে আগুন, এমন চললো কিছু দিন প্রাইমারি থেকে সব বন্ধু বান্ধবীরা একি হাইস্কুলে চলে গেলাম, তাকে প্রেমিকা থেকে আবার বন্ধু হিসেবে মেনে নিলাম আর সেও আমাকে বন্ধু হিসেবে মেনে নিলো। এবার শুরু হলো ২য় অধ্যায় আমি আর একটি মেয়ের প্রেমে পরলাম আর সে সকল সহযোগীতা করলো প্রেমটি সফল হওয়ার জন্য হয়েও গেলো প্রেম অতিবাহিত হলো ১বছর, এখন তার তার মনে প্রেম করার ইচ্ছা হলো সে একটি ছেলের সাথে হালকা প্রেমের জরিয়ে পরলো আর আমার শুরু হলো সমস্যা আমি তাকে ছলে বলে কল কৌশলে আমার করে নেয়ার ভিশনে নামলাম এবং সে আমাকে ভালোবাসলো এবং ২বছর প্রেম হল,আর ৫বছর বিবাহিত জীবন চলতেছে ৩মাসের একটি পত্র সন্তান রয়েছে, সে এখন আমাকে ছাড়া কিছু বুঝতে পারে না। আর আমিও তাকে অনেক ভালোবাসি।আমার ভালোবাসার ভিশন আমি সফল