হে প্রিয়,আমার পৃথিবী আজ তোমার জন্যই রঙিন।আমার অস্তিত্বের সবটাই তুমি।আমার মনের মণিকোঠায় প্রতিটি মুহূর্তে তোমারই বিচরণ। তোমায় ভালোবেসে সাঁজিয়েছি হৃদয়-অঙ্গন। মোর মনঃবীণায় প্রতিনিয়ত ঝংকৃত হচ্ছে ভালোবাসার সুরলহরী। আমার ভাবনাগুলো বিন্দু হয়ে তুমি কেন্দ্রেই ঘোরে প্রিয়। যে ভালোবাসা তুমি দিয়েছো মোরে তা পৃথিবীর সমস্ত ভালোবাসাকে হার মানাবে নির্দ্বিধায়। 'ভালোবাসি তোমায়' একথা কথা শুধু নয়, এ তো মনেতে খোঁদাই। এ ভালোবাসার বিশালতায় নেই কোন 'যদি' নেই 'হয়তো' বা 'কি জানি' শব্দের পদচারণ। ভালোবাসা শব্দটি তো অস্তিত্বে আমাদের মিশে যাওয়া নাম।স্বপ্ন সৈকতের তটে ভালোবাসার তরী ভেসে যায় দূর নীলিমায়। হৃদমন্দিরে ভালোবাসার প্রদীপ শিখা জ্বেলে রেখেছি স্থির প্রার্থনায়। তোমারি ভালোবাসার পরশে হৃদয়ের নীল সরোবরে উদ্বেলিত প্রাণসুধা। ভালোবাসার বন্ধনে জড়িয়ে রবো শত জনম মোরা এ মোদের মনোব্রত। তোমার প্রিয়তা ❤️