By - Mahfuzur Rahman

সারা জীবন ভালবাসার মতো যথেষ্ট একজনই জীবনসঙ্গী না থাকুক গাড়ী না থাকুক বাড়ী ভালোবাসা হবে সব থেকে দামী । আসুক ঝড়, আসুক বন্যা কখনো সুখ, কখনো কান্না হাতে হাত রেখে নয়নে নয়ন রেখে পাড়ি দেব সব বাধা । হয়তো দুমুঠো ভাত পরনে মোটা শাড়ী দুঃখ রবে চীর সাথী ভালবাসা বুকে জড়ানো এক জীবনের অর্ধাঙ্গিনী । তুমি কি চাইছ মনে টাকা না ভালবাসা? টাকা হইতো অভাব মেটাতে পারে সম্মান বয়ে আনতে পারে ভালবাসা হয়তো ওসব দেবে না তোমায় করবে তোমায় ভালবাসার রানী তুমি সারা জনমের জীবনসঙ্গী ।