জীবনে প্রথম তার প্রেমে পড়েছিলাম 2000 সালে প্রথম প্রথম তাকে বলতে পারিনি তাকে দূর থেকে দাঁড়িয়ে দেখতাম সে আসা-যাওয়া করত সে এক অন্যরকম অনুভূতি। কখন যে তাকে দেখবো তাকে বলব যে আমি তোমাকে ভালোবাসি বলার মত সাহস পাচ্ছিনা। একদিন তাকে ভালোলাগার কথাটা বলব বলে তাকে দাঁড় করিয়েছিলাম কিন্তু সেদিন তাকে বলতে পারিনি শুধু বলেছি তুমি কেমন আছো এই কথার পরে সে চলে যায়। আমার আর বলা হলো না পরে ডিসিশন নিলাম তাকে চিঠির মাধ্যমে জানিয়ে দেবো । পরের দিন সে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল তাকে চিঠি দেবো বলে তার স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলাম ছুটির পরে তাকে ডেকে বললাম তোমার সাথে একটু কথা আছে এই কথা বলেই তার হাতে চিঠিটা দিয়ে আমি চলে গেলাম । চিঠি দেওয়ার পরে তার জন্য পরের দিন অপেক্ষায় ছিলাম সে আর আসলো না ।স্কুলেও যায় নাই অনেক দিন। কিছু দিন পরে তাকে দেখলাম যে হঠাৎ করে একদিন বিকাল বেলায় সে হেঁটে যাচ্ছে প্রাইভেটে পড়তে তখন আমি তার চোখাচোখি হয়ে তাকে জিজ্ঞেস করলাম আমি যে তোমাকে চিঠিটা দিয়েছি তার উত্তর তো আমি পাইনি।তখন সে মুচকি হেসে চলে যায়। তার পর অনেক চড়াই উতরাই পার করে আমাদের সম্পর্কটা পরিণতি পায়। আলহামদুলিল্লাহ এখন আমরা সংসার জীবনে অনেক টা বছর পার করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন ❤️❤️