আমি সীমান্ত মন্ডল পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর এখন ফাইনাল ইয়ারের আছি। আমার উড-বি পূজা রায় । কিছু দিন পরেই পরিবারিক ভাবে আমাদের ১০ বছরের ভালোবাসার শুভ পরিণয় ঘটতে চলেছে। ১০ বছরের ভালোবাসাটা টিকিয়ে রাখা যেমন সহজ ছিলো না তেমনি ভাবে আমাদের ভালোবাসার ভিশন মোটেও সহজ নয় । তবুও আমাদের ভিশন স্থির রেখে আমরা ২ জন মিলিত ভাবে ছোট ছোট মিশন নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের ভালোবাসার ভিশন নতুন প্রজন্ম কে ভালোবাসার মাহাত্ম্য বুঝানো । আমাদের ভালবাসাকে সবার কাছে উদাহরণ সৃষ্টি করতে চাই । এমন একটা প্রজন্ম দেশ কে উপহার দিতে যাই যেখানে কেউ কোনো অবৈধ সম্পর্কে জড়াবে না একের অধিক সম্পর্কে জড়িয়ে নিজেদের সময় নষ্ট করবে না । সবাই ভালোবাসার মাহাত্ম অনুভব করবে প্রতিটি পরিবারে ভালোবাসা বিরাজ করবে। আমাদের ভালোবাসার শুরু থেকেই আমাদের ২ টি ভিশন ছিলো ১ টি নতুন প্রজন্মের কাছে নিজেদের ভালোবাসাকে উদাহরণ সৃষ্টি করা তাদেরকে বোঝানো। অন্য ভিশন গ্রামের সাধারণ মানুষের জন্য কিছু করা । আমাদের ভিশন পূরণ করার জন্য প্রথমে আমাদের মিশন ছিলো ভালোবাসা ঠিক রেখে নিজেদের একটা সম্মান জনক স্থানে প্রতিষ্ঠিত করা। সৃষ্টিকর্তার কৃপায় আমার ইন্জিনিয়ারিং শেষ পর্যায়ে এবং আমার উড-বি মেডিক্যালে অধ্যায়নরত আছে । আমরা আমাদের ভিশন পূরণ করার জন্য সর্বদা বদ্ধপরিকর। আমাদের জন্য দোয়া করবেন। ভিশন ইলেকট্রনিকস কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য।