ভালোবাসি তোমাকে অনেক বেশি।প্রতিটি দিন,প্রতিটি ক্ষণ,তোমার সমস্ত অস্তিত্বকে।প্রথমে ভালোবাসি তোমার মনকে,যেখান থেকে আমাদের ভালোবাসা শুরু। ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে আমাদের ভালোবাসা।হঠাৎ হঠাৎ ঘুম থেকে জেগে বালিশের পাশে Surprise gift,ভালোবাসার এক আনন্দঘন মুহূর্ত আমাকে বিস্মিত করে।জানি ও আমাকে অনেক ভালোবাসে,কিন্তু আমি ভালোবাসতে চাই তার চেয়েও বেশি।ভালোবাসা আছে বলেই এক একটি দিন আমাদের কাছে এক একটি কবিতা,এক একটি গল্প,যা বলে শেষ করা যাবে না।