ভালোবাসার মন বাগানে, তোমার জন্য সুর বুনেছি। সুরের সাথে তাল সাজিয়ে, ছোট্ট একটি গান লিখেছি। গানের ভাষায়, মনের আশায় তোমার একটা নাম রেখেছি। নামের সাথে যতন করে, তোমায় অনেক ভালোবেসেছি। মনের মাঝে শুধুই তুমি, বাঁধানো সুখের বাগান, সাজিয়ে গুছিয়ে রাখবো যে তা রেখে বাজি নিজের প্রাণ। থেকো পাশে হাতটি ধরে, মন পাঁজরে রেখো। সারা জীবন আপন ভেবে, আমার হয়ে থেকো।জীবন তরীর মাঝ সমুদ্রে, ঢেউ যদি কভু আসে, দুজন মিলে পাড়ি দেবো, আমরা মিলে মিশে।