By - ANAS BILLAH

২০১৬ সাল, বাড়ীর কাজ সম্পন্ন করেছি গাজীপুরে। বাসার আশেপাশের মানুষদের উৎপাত শুরু হলো। "ঐ বাড়িতে সুন্দর মেয়ে আছে, তোমার সাথে মানাবে" এই জাতীয় কথা শুনতে হচ্ছে। কেউ কেউ তো আবার বেড়াতে যাওয়ার কথা বলে মেয়ের বাড়িতে উপস্থিত মেয়ে দেখাতে। বাবার কাছে সমস্ত ঘটনা বর্ণনা করার পর বাবা হঠাৎ করেই আমাকে না জানিয়ে পাত্রী পছন্দ করে আমাকে নিয়ে গিয়ে বিয়ে করিয়ে দেন। বিয়ে তো করেছি ঠিক কিন্তু তার সাথে প্রথম সাক্ষাত হলো প্রায় দুই মাস দশদিন পর। প্রথম দেখাতেই ভালো লাগা এবং ভালোবাসার গভীরতা অনুভব করি। যা বর্ণনা করার মতো নয়। কবির কবিতা কিংবা সিনেমার ভালোবাসার দৃশ্য থেকেও একেবারে ভিন্ন। তারপর থেকে, সুখে -দুঃখে একসাথে মিলে মিশে আছি। বর্তমানে আমাদের একটি মেয়ে সন্তান রয়েছে। তাকে নিয়েই আমাদের যত জল্পনা কল্পনা। এই ভালোবাসা টিকে থাকুক সবসময়।