আমি তামান্না,,, আমার ভালোবাসার শুরুটা হয় আমার নিজের অজান্তে। আমি যখন ইন্টার ফার্স্টইয়ারে তখন একদিন কলেজে এক সিনিয়র ভাই আমাকে ডেকে বলে সে আমাকে ভালোবাসে দিনটা ছিলো অনেক সুন্দর মেহেগনি ফুলের মিষ্টি গন্ধেমন ভরে গেলেও আমার একটু রাগ হয়ছিল কারণ ফুলছাড়া প্রপোজ করেছিল তাই আমি বলি যে আমি প্রেম করবো না এইসব অনেক ঝামেলা। কিন্তু সে তো আমাকে ছাড়ার বান্দা নয়। ফেসবুকে মেসেজদিয়ে এমনি এমনি কথা বলতে বলতে কবে যে এক বছর প্রেম করে ফেলি বুঝতে পারলাম না। হঠাৎকরে তার সাথে কথা বলতে লেগে মা এর কাছে ধরা খায় তখন আমাদের যা হয় তা তো বুঝতে পারছেন তার সাথে আমার কোন যোগাযোগ হয় না অনেকদিন পর আমাকে বাড়ি থেকে আবার ফোন দেওয়াহয় তার পরে আবার শুরুহয় আমাদের ভালোবাসা। তার পরে সে জব পায় এবং আমারবাড়ি বিয়ের প্রস্তাব দেয় তারপর আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে আল্লাহর অসেস রহমতে এই ফেব্রুয়ারী ৪ তারিখে আমাদের চতুর্থ বিবাহ বার্ষিক হয়েছে। আল্লাহর রহমতে আমরা ২জন এক আত্মা।সে আমাকে অনেক অনেক ভালোবাসে। আমি তাকে জিবন সঙ্গি হিসাবে পেয়ে অনেক লাকি ।।