By - Robiul Islam

#শুধু_তোমায়_ভালোবাসি_বলে তোমায় দেখে লজ্জা পাবে আকাশের চাঁদ, সে হারিয়ে ফেলবে তার সমস্ত জ্যোৎস্না। ডুবে যাবে অন্ধকারে, হারিয়ে যাবে চিরতরে। তোমায় দেখে লজ্জা পাবে ফুল, সে ভুল করে ঝরে পরবে মাটিতে। সাগর হয়ে যাবে নিরব থামিয়ে ঢেউয়ের গর্জন, বাতাস তোমার কানে ফিস-ফিস করে বলবে, তোমার জন্য বসে আছে একজন। পাহাড় গড়িয়ে ঝর্না আসবে সাগরের বুকে, সে কেঁদে যাবে যুগ থেকে যুগান্তর। কারণ, সে কান্না থামালে যদি তোমার চোখের কোণে আসে জল! সূর্য মামা রেগে গিয়ে করে দিবে এ ধরণী অন্ধকার, যদি দেখে কখন তোমার সুখে পরেছে ভাঁটা। ধরণীর এ ভালোবাসার কি প্রতিদান দিবে বলো? শুধু হাসি মুখে থেকো সুখটাকে বুকে নিয়ে, এটাই চাইছে তারা। আর তোমাকে সুখি রাখতেই তারা, আমাকে করেছে ভাড়া। জানো, কি জন্য এ কাজ নিয়েছি? নিঃস্বার্থ! শুধু তোমায় ভালোবাসি বলে। রবিউল ইসলাম রাফি